চুয়াড় বিদ্রোহ
মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এমনই একটি গ্রাম কর্ণগড়। যা রানি শিরোমণির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের ইতিহাস বহন করে,
ইতিহাসের টানেই বহু মানুষ ছুটে আসেন কর্ণগড়ে।
১৭৯৮-৯৯ সালে পিছিয়ে পড়া মানুষ ব্রিটিশদের জোর করে কর আদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন এখানেই। যার নাম ‘চুয়াড় বিদ্রোহ’। নেতৃত্ব দেন রানি শিরোমণি। এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশদের কম ঝক্কি পোয়াতে হয়নি। তবে শেষ পর্যন্ত পরাজিত হয়ে কারাবরণ করতে হয় রানিকে। তার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
রানি শিরোমণির এই গড়টি ছিল ভীষণ সুরক্ষিত। যেতে হলে প্রথমে একটি নদী পেরতে হবে। নদী পেরিয়ে কিছুটা যাওয়ার পর চারদিকে পরিখা। মাঝে গড়। নদীর আগেই ছিল ওয়াচ টাওয়ার—দূর থেকে শত্রু আসছে কি না তা দেখার জন্য। গড় থেকে রানি শিরোমণি প্রতিদিন মহামায়ার মন্দিরে পুজো দিতে আসতেন। প্রামাণ্য তথ্য না থাকলেও জনশ্রুতি, মহাভারতের কর্ণ এই গড় তৈরি করেছিলেন। karnagarh
বহু মানুষ প্রতিদিনই মহামায়া মন্দিরে পুজো দিতে আসেন।
ভিডিও আসছে...
কোন মন্তব্য নেই